ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২টি বাড়ী জব্দের নির্দেষ আদালতের

  • আক্কাস আলী খান
  • আপডেট সময় ১০:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

রাজবাড়ী, বালিয়াকান্দি প্রতিনিধি ঃ আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের রাজধানীর উত্তরা মডেল টাউনের ৫ কাঠা জমির উপর নির্মিত ছয় তলা বাড়ী ও রাজবাড়ীতে ৩ তলা বাড়িসহ ৮০ দশমিক ৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান থাকায় বুধবার (০৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোজাম্মিল হোসেন বুধবার এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত পূর্বক জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি ঢাকা ও রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তদন্তকালে এই পর্যন্ত তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২টি বাড়ী জব্দের নির্দেষ আদালতের

আপডেট সময় ১০:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

রাজবাড়ী, বালিয়াকান্দি প্রতিনিধি ঃ আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের রাজধানীর উত্তরা মডেল টাউনের ৫ কাঠা জমির উপর নির্মিত ছয় তলা বাড়ী ও রাজবাড়ীতে ৩ তলা বাড়িসহ ৮০ দশমিক ৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান থাকায় বুধবার (০৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোজাম্মিল হোসেন বুধবার এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত পূর্বক জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি ঢাকা ও রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তদন্তকালে এই পর্যন্ত তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471