লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ জুলাই লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কাউন্সিলে সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রামগঞ্জ পশ্চিম আঙ্গার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিতহয়। নির্বাচনে মোট ৩৩৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী ২৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মনোয়ার ইসলাম পাটোয়ারী ১০১ ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম শাহী ২৩৮ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লিটন হোসেন পেয়েছেন ৯০ ভোট,।এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শাহ আলম ২৫৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফারুক হোসেন ৭৮ ভোট পেয়েছেন। উক্ত নির্বাচনে রামগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোহাম্মদ লোকমান হোসেন পাটোয়ারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচিত প্রার্থীরা তাদের এই বিজয় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামকে উৎসর্গ করেন। উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
রামগঞ্জে বিএনপি’র ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত
-
মোঃ মাসুদ রানা মনি
- আপডেট সময় ০২:০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- ১৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত