নিজস্ব প্রতিনিধি:
বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এখানে বেড়া ভেঙে কেউ দুষ্কৃতিকারী হিসেবে ঢুকতে পারে—তবে দলের পক্ষ থেকে এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আহ্বান জানিয়ে বলেন, “কেউ যদি আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসে, তবে তার অতীত খতিয়ে দেখা হবে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বলেন, বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমে প্রায় এক কোটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে—তবে শর্ত একটাই, তারা যেন কোনো অন্যায় বা ‘মব জাস্টিস’-এ জড়িত না থাকেন।
এ সময় তিনি সরকারকে সমালোচনা করে বলেন, “দেশে খুন, গুম বেড়েছে। জনগণের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
মিটফোর্ড হাসপাতালের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি জানান, “বিএনপি ইতিমধ্যেই এ বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নিয়েছে। হত্যাকাণ্ডের দায়ীদের বিচার আদালতেই হবে।”
সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলা বিএনপি ও সাভার উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।