রাজশাহীর বাঘা থানা পুলিশ কর্তৃক মাদক কারবারি ও পেশাদার চোর সহ ৫ জনকে আটক করেছে। শনিবার (২৮ জুন) দিবাগত রাতে থানার চৌকস পুলিশ টীমের উদ্ধার অভিযানে থানাধীন বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি ও পেশাদার চোর আটক করতে সক্ষম হয়। থানা পুলিশের নিয়মিত অভিযানে গড়গড়ি ইউপি এলাকা থেকে ফেন্সিডিল ব্যবসায়ী মোঃ মুকাদ্দেস প্রাং @মোকা (৩৪), পিতা- মৃত উজির প্রাং, গ্রাম- খানপুরকে ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। থানাধীন আড়ানি ইউপি এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ রানা(৩২), পিতা- মোঃ খোরশেদ, গ্রাম- আড়ানী পিয়াদাপাড়াকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট আটক।বাঘা পৌরসভা এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী মোঃ রাশেদুল (৪০), পিতা- রোমজিত, গ্রাম- কলিগ্রামকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক হয়। বাউসা ইউপি এলাকা থেকে গাঁজা সহ বিভিন্ন প্রকার মাদক কারবারি মো: নাসির উদ্দিন (৪৪), পিতা- মৃত রমিজ উদ্দিন, গ্রাম- দীঘা ১ কেজি গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়। বাজুবাঘা ইউপি এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর ইয়াজুল (৫০), পিতা- কানু, সাং- তেপুকুরিয়াকে চুরি যাওয়া টাকা ও চুরির কাজে ব্যবহৃত সিলাই রেঞ্জ সহ আটক করা হয়। এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন,আটক কৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে অদ্য রবিবার ২৯/০৬/২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
বাঘা মাদক কারবারী ও পেশাদার চোরসহ আটক ৫
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- ৩১ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত