ঝলইশালশিরি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার ১নং ঝলইশালশিরি ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সেই সঙ্গে অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির এক সাংগঠনিক সভা।
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫,
১নং ঝলইশালশিরি ইউনিয়ন, বোদা, পঞ্চগড়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ
পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
ও সদস্য সচিব, পঞ্চগড় জেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“তৃণমূল পর্যায়ে এই সদস্য নবায়ন কর্মসূচি বিএনপিকে আরও সুসংগঠিত করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, সদস্য নবায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে সংগঠনে সম্পৃক্ত করে আগামীর রাজনৈতিক লড়াইয়ে দলকে আরও কার্যকর করা হবে।