হাইমচর, চাঁদপুর:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাইমচর উত্তর শাখার উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ ও ছাত্রশিবিরের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সভাটি জুলাই মাসে শহীদ হওয়া গণ-আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছাত্রশিবিরের ভূমিকা স্মরণে এক ঐতিহাসিক উপলক্ষ হয়ে দাঁড়ায়।
উপস্থিত ছিলেন:
জামায়াতে ইসলামী হাইমচর থানার আমির আবুল হোসেন,হাইমচর উওর থানা শিবিরের সভাপতি আজমীর হোসেন তারেক,চাঁদপুর শহর শাখার সাবেক শিক্ষা সম্পাদক আব্দুল কাদের নাইম, নারায়ণগঞ্জ মহানগর শিবিরের সাবেক সভাপতি কেন্দ্রীয় সাবেক কাচাঁকড়ি কার্যকরী পরিষদের সদস্য আবু নাইম প্রমুখ।
আব্দুল কাদের নাইম বলেন:
“জুলাই মাসে ফ্যাসিস্ট হাসিনা আমাদের রাজাকার বলে অপমান করে। ‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’ — এই স্লোগান থেকে যে অপমান ও প্রতিবাদ শুরু হয়েছিল, তা-ই পরিণত হয় এক আদর্শিক বিপ্লবে। তাদের ৭ দফা ছিল আন্দোলনের দিকনির্দেশনা।”
নারায়ণগঞ্জ মহানগরের সাবেক দায়িত্বশীল আবু নাইম স্মৃতিচারণ করে বলেন:
“জুলাই আন্দোলন আমার জীবনের অংশ। আমরা রাজপথে ছিলাম বিশ্বাস, ত্যাগ আর আদর্শ নিয়ে। সেই সময় ছাত্রশিবির শুধু সংগঠন নয়, নেতৃত্ব ও সাহসের প্রতীক ছিল। জুলাইয়ের আন্দোলন ছিল ইসলামী আন্দোলনের একটি মোড় ঘোরানো অধ্যায়।”
জামায়াত আমির আবুল হোসেন বলেন:
“শহীদরা আমাদের গর্ব। আমরা তাদের আদর্শে এগিয়ে যাবো। ছাত্রশিবির সেই সময় নেতৃত্ব দিয়েছে, পথ দেখিয়েছে।”