জেলা প্রতিনিধি :
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ সকল শহীদের স্মরণে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তাদের আদর্শকে অনুসরণের আহ্বান জানান।
স্মরণসভায় সভাপতিত্ব করেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহিবুল আলম ওসান।
আরও উপস্থিত ছিলেন:সাংগঠনিক সম্পাদক: খালিদ সাইফুল্লাহ সোহান,দপ্তর সম্পাদক: মাহমুদুল হাসান রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক: রেদুয়ান হোসেন হিরন,
সহ-সভাপতি: ফাতেমা, আখি মনি প্রমুখ।
বক্তারা বলেন, “শহীদরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা আমাদের চিরকাল প্রেরণা জোগাবে। বর্তমান প্রজন্মকে তাদের আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।”
স্মরণসভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।