চাঁদপুর জেলা প্রতিনিধি :
১৯ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ যোগদানের উদ্দেশ্যে চাঁদপুর জেলার চাঁদপুর সদর, ফরিদ গন্জ,হাইমচর ও মতলব উপজেলার জামাতে ইসলামির কর্মীরা ৪ টি রিজার্ভ লঞ্চে ষাত্রার উদ্দেশ্যে উপচেয়ে পরা ভীড় লক্ষ করা যাচ্ছে।
জাতীয় মহাসমাবেশ যোগদানের উদ্দেশ্য নেতা কর্মীরা ভোর ৫ টা থেকে লঞ্চে উঠার জন্য অপেক্ষা করতে থাকে। হাজার হাজার কর্মীরা আনন্দ উদ্দীপনা নিয়ে জাতীয় মহাসমাবেশে যোগদান করছেন।
লঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহ কারী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, জেলা জামাতের সাবেক জেলা আমীর মাওঃ আব্দুর রহিম পাটওয়ারী,শহর জামাতের আমীর এডভোকেট শাহজাহান খান, সেক্রেটারি বেলায়েত হোসেন সহ ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল এবং কর্মীগণ শতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ্রের মূল্যবান বক্তব্য শুনে তারা আগামী দিনে আরো ব্যাপক গতিতে এগিয় যাবে এবং এই দেশে ইসলামের প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের পতাকাকে উড্ডীর্ণ করবেন।
চাঁদপুর জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা জাতীয় মহাসমাবেশ যোগদানের উদ্দেশ্যে ৪ টি রিজার্ভ লঞ্চে উপচেয়ে পরা ভীড়
-
মোঃ সোহরাব হোসেন
- আপডেট সময় ০২:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত