মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:
রোপা আমন আষাঢ় মাসে বীজতলায় বীজ বপন করা হয়, শ্রাবণ-ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয় এবং কার্তিক- অগ্রহায়ণ-পৌষ (এলাকাভেদে) মাসে ধান কাটা হয়। বোনা আমন ছিটিয়ে বোনা হয়। চৈত্র-বৈশাখ মাসে জমিতে আমন বীজ বপন করা হয় এবং অগ্রহায়ণ মাসে পাকা ধান কাটা হয়। একে আচার আমন, বাওয়া আমন বা গভীর পানির আমনও বলা হয়।
আমন ধান চাষে কৃষকের করণীয়:
ধানের চারা রোপণের জন্য প্রথমে বীজতলা তৈরি করতে হয়, যেখানে বীজ বপন করে চারা তৈরি করা হয়। এরপর, চারাগুলো মূল জমিতে রোপণ করা হয়। রোপণের সময়, চারাগুলো সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে রোপণ করা উচিত, যা ফলন বৃদ্ধিতে সহায়ক।
মাটির ২ থেকে ২.৫ সেন্টিমিটার (১-১. ৫ ইঞ্চি) গভীরে চারা রোপণ করা উচিত। বেশি গভীরে চারা পুঁতলে মাটিতে লাগতে ও কুশি ছাড়তে দেরি হয় এবং বাড়তি কমে যায়।
রোপণ দূরত্ব : হাইব্রিড জাতের ক্ষেত্রে চারা থেকে চারার দূরত্ব ২০ সেন্টিমিটার ও সারি থেকে সারির দূরত্ব ২৫ সেন্টিমিটার দিতে হবে।
ধানচাষে সতর্কতাঃ
ধানের চারা সারি বা লাইনে লাগাবেন ।
উপকারিতাঃ
১) সম আকারে আলো বাতাস চলাচল করতে পারে।
২) পোকামাকড়ের আক্রমণ কম হয়।
৩) সার প্রয়োগে সুবিধা হয়।
৪) কীটনাশক স্প্রে করতে সুবিধা হয়।
৫) ধানের ফলন বৃদ্ধি পায়।