জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিলেট জেলার প্রচার সমন্বয়ক মো. ছালিম আহমদ খান বলেছেন”একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের বদলাতে হবে অন্যায়ের বিরুদ্ধে স্লোগান তোলার আগে আমাদের নিজেদের আচরণে ন্যায়ের চর্চা শুরু করতে হবে
তিনি বলেন, “আমরা সবাই চাই একটি সুন্দর, সুবিচারভিত্তিক বাংলাদেশ কিন্তু প্রশ্ন হলো—এই পরিবর্তন কোথা থেকে শুরু হবে? উত্তর খুব সহজ: নিজের ভেতর থেকেই
তিনি আরও বলেন, “অনেক সময় আমরা নিজের অজান্তেই বৈষম্যের অংশ হয়ে যাই ধরুন, আপনি একটি সরকারি অফিসে গেছেন এবং কর্মকর্তাকে চেনেন বলে আগে থেকে অপেক্ষমাণ মানুষদের উপেক্ষা করে সরাসরি অফিসারের রুমে ঢুকে গেলেন এটিও এক ধরনের বৈষম্য, যেটা আমরা অনেকেই গুরুত্ব দিই না, অথচ সমাজে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এমন আচরণ বড় বাধা হয়ে দাঁড়ায়
ছালিম আহমদ খান মনে করেন, এমন ক্ষুদ্র ক্ষুদ্র আচরণ থেকেই সমাজে বৈষম্য তৈরি হয়
“একটি সত্যিকার বৈষম্যহীন সমাজ গড়তে হলে আমাদের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি ও আচরণ পাল্টাতে হবে নিজের সুবিধার আগে ন্যায়বোধ এবং মানবিকতাকে অগ্রাধিকার দিতে হবে,তিনি যোগ করেন
তিনি আরও বলেন, আমরা যদি প্রতিটি কাজে নিজের স্বার্থ নয়, বরং মানবিকতা ও সমতাকে গুরুত্ব দিই, তাহলেই তৈরি হবে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ যেখানে কারও অধিকার পদদলিত হবে না, কারও কণ্ঠ রুদ্ধ হবে না
শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন
“আগামীর বাংলাদেশ হোক একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের ভিত্তিতে গড়া রাষ্ট্র এই স্বপ্ন পূরণ হোক আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে
শুরু হোক সেই পরিবর্তন নিজেকে বদলানো থেকে
ইনকিলাব জিন্দাবাদ।”