জেলা প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার পশ্চিম টাংগারিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারানো দিনমজুর সাইদুর রহমানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১২ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির অন্যতম যুগ্ম-আহ্বায়ক জননেতা মো: কামরুল হাসান ক্ষতিগ্রস্ত সাইদুর রহমানের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, গত শুক্রবার গভীর রাতে সাইদুর রহমানের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং তার বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে তার ঘরের সকল আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আর্থিক সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ২নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম রেজা, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো: শামিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো: মিনাল আহমেদ, ২নং চরশেরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো: বাদল মিয়া, ২ নং চরশেরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো: রাশেদ মিয়া, মো: সোহেল মিয়া, ২ নং চরশেরপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো: ইউনুস মিয়া সহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কামরুল হাসান বলেন, “দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দুঃসময়ে সাইদুর রহমান যেন একটু স্বস্তি পায়, সেই চেষ্টাই আমরা করছি।”
স্থানীয় নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সকলের সহযোগিতা কামনা করেন।