জেলা প্রতিনিধি :
শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো:জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল), মিজানুর রহমান মিনাল (নাট্য বিষয়ক সম্পাদক), সম্রাট আহমেদ সিহাব (কর্মসূচি ও প্রণয়ন সম্পাদক), মাহতাব হোসেন রুমু (সাবেক স্কুলবিষয়ক সম্পাদক), এমদাদুল ইসলাম ইমন (সাবেক সহ-প্রচার সম্পাদক), আলী হাসান (সাবেক অর্থ সম্পাদক, জেলা ছাত্রদল), আজিজ মিয়া (যুগ্ম-আহবায়ক, সদর উপজেলা ছাত্রদল) এবং ইমরান হাসান (যুগ্ম-আহবায়ক, শেরপুর সরকারি কলেজ ছাত্রদল)।
সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস।”
বক্তারা ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
স্মরণসভায় শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও জেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।