চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ১২ নং চান্দ্রা ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গতকাল মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব পিপিএম। বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পরিচালক মোঃ মিজানুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শাজাহান খান। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।
বক্তারা বলেন, মাদক আজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মরণব্যাধি হয়ে দাঁড়িয়েছে। শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
অনুষ্ঠানে শহীদ তাজুল ইসলামের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে স্মরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আনোয়ার উল্ল্যাহ পাটোয়ারী মাদকের ভয়াবহতা তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।