ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে হেফাজতে ইসলামের শোক প্রকাশ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
আন্তর্জাতিক সহায়তায় এগিয়ে আসার আহবান
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ও অগণিত মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা নিহতদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
হেফাজত আমীর ও মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ৬.৩ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের কুনার, নাঙ্গারহারসহ বহু প্রদেশে ঘরবাড়ি ধসে পড়েছে। শত শত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছে, অনেকেই এখনো নিখোঁজ এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ধরনের প্রলয়ঙ্করী দুর্যোগ শুধু আফগানিস্তান নয়, সমগ্র মুসলিম উম্মাহর জন্য গভীর শোক ও বেদনার সংবাদ।
হেফাজতের আমীর এবং মহাসচিব বলেন, এই কঠিন সময়ে আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। জরুরি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তাঁরা বাংলাদেশ সরকারসহ মানবিক সহায়তামূলক সংস্থাগুলোকেও আফগান জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আফগানিস্তানের মজলুম মুসলিম জনগণের দুঃখ-দুর্দশায় আন্তরিকভাবে একাত্মতা প্রকাশ করছে। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করেন— আল্লাহ তায়ালা যেন এ ভয়াবহ দুর্যোগ থেকে আফগানিস্তানের মুসলিম জনগণকে মুক্তি দান করেন, ক্ষতিগ্রস্তদের জন্য সহনশীলতা ও ধৈর্যের শক্তি দান করেন এবং শহীদদের মর্যাদা বৃদ্ধি করেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে হেফাজতে ইসলামের শোক প্রকাশ।

আপডেট সময় ০৪:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
আন্তর্জাতিক সহায়তায় এগিয়ে আসার আহবান
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ও অগণিত মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা নিহতদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
হেফাজত আমীর ও মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ৬.৩ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের কুনার, নাঙ্গারহারসহ বহু প্রদেশে ঘরবাড়ি ধসে পড়েছে। শত শত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছে, অনেকেই এখনো নিখোঁজ এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ধরনের প্রলয়ঙ্করী দুর্যোগ শুধু আফগানিস্তান নয়, সমগ্র মুসলিম উম্মাহর জন্য গভীর শোক ও বেদনার সংবাদ।
হেফাজতের আমীর এবং মহাসচিব বলেন, এই কঠিন সময়ে আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। জরুরি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তাঁরা বাংলাদেশ সরকারসহ মানবিক সহায়তামূলক সংস্থাগুলোকেও আফগান জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আফগানিস্তানের মজলুম মুসলিম জনগণের দুঃখ-দুর্দশায় আন্তরিকভাবে একাত্মতা প্রকাশ করছে। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করেন— আল্লাহ তায়ালা যেন এ ভয়াবহ দুর্যোগ থেকে আফগানিস্তানের মুসলিম জনগণকে মুক্তি দান করেন, ক্ষতিগ্রস্তদের জন্য সহনশীলতা ও ধৈর্যের শক্তি দান করেন এবং শহীদদের মর্যাদা বৃদ্ধি করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471