লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার ৩৫জন সাংবাদিকদের তিন দিনব্যপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন পি আই বির প্রতিনিধি তোফায়েল আহমেদফ্যাক্ট চেকার পিআইবির প্রশিক্ষক রেদোয়ানুল ইসলামসহ কয়েকজন প্রশিক্ষক সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজমের প্রয়োজনীয়তা, সম সাময়িক প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া জার্নালিজমের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও উত্তরণের উপায়, ধরন-কৌশল-ধাপ ও সোর্স পরিচালনা-বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব কর্তব্য সর্ম্পকে বিশেষ ধারণা দেয়া হয়।
গত ১৮ জুলাই রামগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার।
২০ জুলাই (রবিবার) প্রশিক্ষণের শেষ দিনে রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরন করেন।
রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মাহমুদ ফারুকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ রামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের বাংলা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা মনি, দৈনিক দেশ রূপান্তর রায়পুর প্রতিনিধি এম আর সুমন, পল্লী নিউজ রামগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারী ও দৈনিক আজকের পত্রিকার রায়পুর প্রতিনিধি মাহাবুবুল আলম মিন্টু।
রামগঞ্জে তিন দিনব্যপী প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ
-
মোঃ মাসুদ রানা মনি
- আপডেট সময় ০৭:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত