আব্দুর রহমান নাদিম
স্টাফ রিপোর্টার গাজীপুর
স্থানীয় সূত্রে জানা যায়,
টেকনাফে ইয়াবা উদ্ধার অভিযানের সময় র্যাব-১৫ ও কোস্ট গার্ডের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে র্যাব-১৫ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর এহেতেশামুল হক খান এবং কনস্টেবল শামীম আহত হন। ঘটনা ঘটে শুক্রবার ২২ আগস্ট দুপুর দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া ঘাট এলাকায়।
প্রাথমিকভাবে জানা গেছে, একই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ ও টেকনাফ কোস্ট গার্ড পৃথকভাবে অভিযানে যায়। একটি ট্রলার থেকে ইয়াবা উদ্ধারকালে র্যাবের একটি দল ও কোস্ট গার্ডের একজন সদস্য তাদের সোর্সসহ একই ট্রলারে ওঠেন। তখন কে ইয়াবা উদ্ধার করেছে তা নিয়ে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।
অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে। র্যাব জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা মনে করছেন, মাদকবিরোধী অভিযানে সমন্বয়ের অভাব থাকলে ভবিষ্যতে আরও জটিলতা দেখা দিতে পারে।
র্যাব-১৫ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর এহেতেশামুল হক খান বলেন, অভিযানের