আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে তাবাচ্ছুম খান ইভানা (১৮) নামের এক মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীর ম”রদে”হ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, মায়ের ওপর অভিমান করে নিজের ওড়না গলায় পেঁচিয়ে নিজের গলায় ফাঁ”স নেন তিনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানিপুর নতুন পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের বাড়ি থেকে ম”রদে”হটি উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থী তাবাচ্ছুম খান ইভানা রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানিপুর নতুনপাড়া ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার কে এম ইলিয়াছের মেয়ে। তিনি জেলা কারাগারের সামনে জান্নাতুল ফেরদাউস মহিলা মাদরাসায় লেখাপড়া করতেন।
জানা গেছে, শিক্ষার্থী তাবাচ্ছুম খান ইভানা রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানিপুর নতুনপাড়া ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় দাদাবাড়ীতে থাকে। গতকাল ২৫ আগষ্ট রাত ১১টা থেকে আজ ২৬ আগস্ট সকাল ৭টার মধ্যে যেকোনো সময় মায়ের ওপর মান অভিমান করে ভবানীপুর নতুনপাড়ার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের বাড়ির দোতলায় শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে নিজের গলায় ফাঁ”স দিয়ে আ/ত্ম/হ/ত্যা করেন তিনি।
ইভানার দাদা খোরশেদ আলম খান বলেন, ‘সকালে আমার নাতনির দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাই না। তারপর পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জানালা দিয়ে দেখতে পায় নাতনি ফ্যানের সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁ”স লাগিয়ে ঝুলে আছে। পরবর্তীতে পুলিশকে জানালে পুলিশ এসে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় ম”রদে”হ উদ্ধার করে।’
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি মায়ের ওপর অভিমান করে সে আ/ত্ম/হ/ত্যা করেছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ম”রদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃ”ত্যু মামলা হয়েছে।’