গোপালগঞ্জ প্রতিনিধি
নিজামী আবুল কালাম আজাদ :
সাংবাদিক মিজানুর রহমান বুলুর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের
কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের উপর হামলার রেশ কাটতে না কাটতেই “কালের কণ্ঠ‘‘ এর কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর ওপর বিএনপি নেতাসহ দুর্বত্তরা হামলা চালিয়ে আহত করেছে। এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলুর কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের উপর উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই সাংবাদিক মিজানুর রহমান বুলুর উপর বিএনপি নেতাদের হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বিএনপি নেতাসহ চার জনের নামে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মিজানুর রহমান বুলু।
আহত মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করে দুর্বৃত্তরা।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ বাহাদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে মুরগী বিক্রেতা মোঃ আজিজুল হক হাওলাদার এবং আঃ রশিদ হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এছাড়া তারা অকথ্য গালি-গালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১৫ই আগস্ট সন্ধ্যায় সংবাদ প্রকাশের জের ধরে কোটালীপাড়া উপজেলার শিল্পকলা মাঠ চত্ত্বরে আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল-এর ওপর যুবদল ও ছাত্রদলের নেতারা অতর্কিত হামলা চালায়।
কোটালীপাড়ায় সাংবাদিকের উপর হামলা
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- ২৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত