মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার:
খুলনার পাইকগাছা উপজেলার পুরাইকাটি গ্রামে ভিখারি আমেনা বেগমকে মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক হাসান ভিখারি আমেনা বেগমের একটি ছাগল চুরি করে। এ ঘটনায় আমেনা বেগম থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে চলে যাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে অভিযুক্ত হাসান ও তার স্ত্রী তাসলিমা ভিখারি আমেনাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা রাতেই হাসানের বাড়িতে হামলার চেষ্টা চালায়। তবে অভিযুক্ত হাসান পালিয়ে যায়।
এলাকাবাসী জানিয়েছেন, ভিখারি নারীকে নির্দয়ভাবে মারপিট করার ঘটনায় তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।