নিজস্ব প্রতিনিধি । রেদুয়ান ইসলাম রাকিব । সাভার পৌর প্রতিনিধি ।
রাজধানী ঢাকা ও শিল্পাঞ্চল আশুলিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দীর্ঘদিনের যানজট ও ভোগান্তির অবসান ঘটিয়ে এ প্রকল্প শিগগিরই জনগণের জন্য উন্মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পন্ন হলে আশুলিয়ার শ্রীপুর হতে সরাসরি এয়ারপোর্টে যাওয়া যাবে মাত্র কয়েক মিনিটেই, যেখানে আগে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত।
সরেজমিনে দেখা যায়, সড়কের অধিকাংশ স্থানে ফ্লাইওভারের কাঠামো দাঁড়িয়ে গেছে। এখন চলছে আশুলিয়া বেরিবাধে টোলপ্লাজার অংশের কাজ, বেরিবাধের অংশে সার্ভিস লেনের কাজ, শ্রীপুরে এক্সপ্রেসওয়েতে ওঠার সংযোগ লেন এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই এক্সপ্রেসওয়ে যানবাহনের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
দীর্ঘ সময় ধরে চলমান কাজের কারণে বাইপাইল, জামগরা, ইপিজেড, আশুলিয়া বাজার এসব এলাকার স্থানীয় মানুষ ও যাত্রীদের নানা ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এখন তারা আশাবাদী, এক্সপ্রেসওয়ে চালু হলে সেই দুর্ভোগের অবসান ঘটবে।
সরকার মনে করছে, এটি চালু হলে ঢাকা শহরের যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে।