ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাঙচুরের অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

আব্দুর রহমান নাদিম
স্টাফ রিপোর্টার গাজীপুর

টঙ্গীর আমতলায় অবস্থিত একমাত্র ৩ তারকা হোটেল জাবান-এ বৃহস্পতিবার ভোরে হোটেলের কর্মচারী ও সিকিউরিটি গার্ডকে মারধর এবং ক্যাশ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, হোটেলটিতে দেশ-বিদেশের বিভিন্ন ব্যবসায়ী অবস্থানের কারণে সরকারের রেভিনিউ বাড়ছে এবং এর ফলে এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

২৮ আগস্ট ভোর আনুমানিক ৫ টার সময় উত্তরা থেকে আগত ছয়জন পুরুষ ও একজন নারী হোটেলে প্রবেশ করে। তারা হোটেলের ১০ তলা রেস্টুরেন্টে উঠে নাস্তা খাওয়ার অজুহাত দেয়। এরপর ৯ তলা বার কাউন্টারে জোরপূর্বক ১ বোতল বিদেশি হুসকি মদ চায়। হোটেল কর্তৃপক্ষ মদ বিক্রি না করার পাশাপাশি নারী-পুরুষ একসাথে থাকার অনুমতি না দেওয়ায় অভিযুক্তরা হোটেলের ম্যানেজার ও কর্মচারীদের মারধর করে ক্যাশ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

হোটেলের আইটি ম্যানেজার মোঃ রাকিব হাসান টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছে আজাদ (২৯, সুনামগঞ্জ), মোঃ রিমন (৩৮), জাহিদ (৩২), সুব্রত (৩০), রোজা (২৫) ও আরও ৭–৮ জন।

হোটেলের পরিচালক সায়মন অভিযোগ করেছেন, অভিযুক্তরা হোটেলের স্টাফদের মারধর করে হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে হোটেলে এসেছে। অপর দিকে অভিযুক্ত মোঃ রিমন দাবি করেছেন, তারা নাশতা খেতে গিয়েছিল এবং টাকা ছিনিয়ে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় ০৭:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

আব্দুর রহমান নাদিম
স্টাফ রিপোর্টার গাজীপুর

টঙ্গীর আমতলায় অবস্থিত একমাত্র ৩ তারকা হোটেল জাবান-এ বৃহস্পতিবার ভোরে হোটেলের কর্মচারী ও সিকিউরিটি গার্ডকে মারধর এবং ক্যাশ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, হোটেলটিতে দেশ-বিদেশের বিভিন্ন ব্যবসায়ী অবস্থানের কারণে সরকারের রেভিনিউ বাড়ছে এবং এর ফলে এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

২৮ আগস্ট ভোর আনুমানিক ৫ টার সময় উত্তরা থেকে আগত ছয়জন পুরুষ ও একজন নারী হোটেলে প্রবেশ করে। তারা হোটেলের ১০ তলা রেস্টুরেন্টে উঠে নাস্তা খাওয়ার অজুহাত দেয়। এরপর ৯ তলা বার কাউন্টারে জোরপূর্বক ১ বোতল বিদেশি হুসকি মদ চায়। হোটেল কর্তৃপক্ষ মদ বিক্রি না করার পাশাপাশি নারী-পুরুষ একসাথে থাকার অনুমতি না দেওয়ায় অভিযুক্তরা হোটেলের ম্যানেজার ও কর্মচারীদের মারধর করে ক্যাশ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

হোটেলের আইটি ম্যানেজার মোঃ রাকিব হাসান টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছে আজাদ (২৯, সুনামগঞ্জ), মোঃ রিমন (৩৮), জাহিদ (৩২), সুব্রত (৩০), রোজা (২৫) ও আরও ৭–৮ জন।

হোটেলের পরিচালক সায়মন অভিযোগ করেছেন, অভিযুক্তরা হোটেলের স্টাফদের মারধর করে হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে হোটেলে এসেছে। অপর দিকে অভিযুক্ত মোঃ রিমন দাবি করেছেন, তারা নাশতা খেতে গিয়েছিল এবং টাকা ছিনিয়ে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471