সাভার-আরিচা মহাসড়কে আজ সকাল থেকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বসুন্ধরা গার্মেন্টসের শত শত শ্রমিক তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন। শ্রমিকদের দাবি, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তাদের বেতন দিচ্ছে না, এমনকি কোনো নির্দিষ্ট আশ্বাসও দেয়নি কর্তৃপক্ষ।
বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক জানান, “আমরা দিনের পর দিন কাজ করছি, অথচ তিন মাস ধরে বেতন পাচ্ছি না। বাড়িভাড়া, খাবার—সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে।”
এক গার্মেন্টস-কর্মী বলেন, সামনে ঈদ সন্তানদের নিয়ে কিভাবে কি করব, বাড়ি ভাড়া আটকা, দোকান বাকি। ঈদে সন্তান, স্ত্রীদের দিতে পারিনি কাপড়-চোপড়, আমরা কি করব এখন?
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে ঢাকা-মানিকগঞ্জ সড়কে শতাধিক যানবাহন আটকে পড়ে। যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের কোনো উপস্থিতি বা কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, একাধিকবার লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান আসেনি। তাদের প্রশ্ন, “আমাদের ন্যায্য পাওনা চাইতে রাস্তায় নামতে হবে কেন?”
সড়কে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, তবে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এখনো। শ্রমিকদের হুঁশিয়ারি, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।