মোহাম্মদ নেজাম উদ্দীন চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চন্দ্রপুর মেইন রোডে আবারও ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রবিবার সকালে একটি ট্রাকের সাথে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন অটোরিকশা চালক ও মোটরসাইকেল চালক ও ট্রাক ড্রাইভার। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই চন্দ্রপুর মেইন রোডে যান চলাচল স্বাভাবিক থাকলেও হঠাৎ করে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে দুই চালক গুরুতর আহত হন এবং রাস্তায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণে পুরো এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রী ও স্থানীয়রা কয়েক ঘণ্টা ধরে চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করে। পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এ সময় পুলিশের তৎপরতায় প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।”
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, বাঁশখালী চন্দ্রপুর মেইন রোডে প্রতিনিয়ত বেপরোয়া গতির যানবাহন চলাচল করে, যার ফলে দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তারা দ্রুত স্পিডব্রেকার স্থাপন ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতার জন্য এলাকাবাসী প্রার্থনা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন, যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহত একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম।