মোঃ রমজান আলী বিশেষ প্রতিনিধি শেরপুর
আজ ০৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এ অনুষ্ঠিত হলো বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) হতে আগত ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ-এর প্রশিক্ষণার্থীদের দুই সপ্তাহব্যাপী জেলা সংযুক্তি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব তরফদার মাহমুদুর রহমান জেলা প্রশাসক, শেরপুর।
এ সংযুক্তি কার্যক্রমে অংশ নিচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ১০ জন কর্মকর্তা যারা আগামী দুই সপ্তাহব্যাপী শেরপুর জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক প্রক্রিয়া ও জনসেবামূলক উদ্যোগসমূহ প্রত্যক্ষভাবে অবলোকন করবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, শেরপুর-এর পক্ষ থেকে তাঁদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ তাঁদের নেতৃত্বগুণ, দক্ষতা ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতাকে আরও সমৃদ্ধ করবে।