জেলা গোয়েন্দা শাখা, পাবনা’র সফল অভিযান।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায়, আজ ০৬ জুন ২০২৫ খ্রিঃ, বিকাল ১৫.৩০ ঘটিকায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় ফোর্স পাবনা সদর থানাধীন বলরামপুর এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেন।
অভিযানে, বলরামপুর এলাকায় মোজাহার ওরফে মোজা হুজুর, পিতা-মৃত হায়দার এর বাড়ীর সামনে থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং নিম্নোক্ত মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়:
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী:
১। মোঃ আকাশ মালিথা (২৫)
পিতা – মোজাহার আলী মালিথা ওরফে মোজা হুজুর
সাং – বলরামপুর, আহাদবাবুর গলি,
থানা – পাবনা সদর, জেলা – পাবনা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর এবং জননিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
—
> “মাদক নয়, জীবন হোক আলোর পথে”
— জেলা গোয়েন্দা শাখা, পাবনা
আলাউদ্দীন বিন কাশেম 

























