বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার (সিলেট-৬) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তরুণ সমাজসেবক সৈয়দা আদিবা হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে রয়েছে। এই সংকট উত্তরণের একমাত্র উপায় হলো তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা। এই দফাগুলোই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে আনবে।”
সৈয়দা আদিবা হোসেন আরও বলেন, “আমরা নারী সমাজ যদি ঐক্যবদ্ধ হই, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারব। দেশে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
সভায় স্থানীয় মহিলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে গণতন্ত্র ও উন্নয়নের সঠিক পথে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
বিয়ানীবাজারে সৈয়দা আদিবা হোসেনের মহিলা সমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের আহ্বান
-
বিলাল উদ্দিন
- আপডেট সময় ১২:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত