জেলা প্রতিনিধি :
শেরপুর জেলা শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল-এর ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক বর্ণাঢ্য শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগামীর সংগঠিত তরুণ নেতৃত্ব হিসেবে উষ্ণ অভিনন্দন জানানো হয়।
সভায় নবগঠিত কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়া-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসান মিলন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অন্যতম যুগ্ম-আহবায়ক সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল-এর ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এ কে এম এনামুল হক বিপু।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসান মিলন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান দুখু এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ।
প্রধান অতিথি সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা তার বক্তব্যে বলেন-
> “তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়বে।
এই নবগঠিত কমিটি তারেক জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।
সংগঠনকে শক্তিশালী করতে প্রত্যেক নেতাকর্মীকে নিষ্ঠা, আদর্শ ও সংগঠনের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন—
> “তারেক জিয়ার প্রজন্ম দল হচ্ছে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির ক্ষেত্র। এখান থেকেই গড়ে উঠবে বিএনপির আগামী দিনের সাহসী নেতৃত্ব।”
বিশেষ অতিথি এ কে এম এনামুল হক বিপু বলেন—
> “বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল বিএনপির আদর্শ ও গণতন্ত্রের চেতনা ছড়িয়ে দিচ্ছে দেশের প্রতিটি প্রান্তে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্বশীলতার সাথে মাঠে থেকে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
নবগঠিত কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়া বলেন—
> “আমরা নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাব।
জেলার প্রতিটি ইউনিটে সংগঠনকে শক্তিশালী করে প্রজন্ম দলের পতাকা আরও উঁচুতে তুলে ধরব।”
সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসান মিলন বলেন—
> “আমরা ঐক্যবদ্ধভাবে তারেক জিয়ার প্রজন্ম দলকে শেরপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ছড়িয়ে দেব।
তৃণমূলের কর্মীদের অংশগ্রহণ ও ভালোবাসায় আমরা একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।”
অনুষ্ঠানে জেলা, থানা, শহর ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।