মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌর সভার ঘনিয়ারপাড় গ্রামে ৩রা অক্টোবর ২০২৫, বিকাল ৩ ঘটিকায় এ বর্ণাঢ্য র্যালী, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ র্যালীটি ঘনিয়ারপাড় চৌরাস্তা থেকে শুরু করে উপজেলা চত্ত্বর ঘুরে আবার চৌরাস্তায় এসে শেষ হয়।
র্যালী শেষে অক্সফোর্ড কিন্ডারগার্টেনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোল্লা পরিবার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইব্রাহিম মোল্লা।
মোল্লা পরিবার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মোল্লার সঞ্চালনায় ও মোল্লা পরিবার ফাউন্ডেশনের সভাপতি মোঃ আলী মনসুর শাহীন মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা হাজী আব্দুর রশীদ মোল্লা, নুরনবী মোল্লা, মনির হোসেন মোল্লা, মোঃ রফিক মোল্লা, মোঃ ইমন মোল্লা , জাহাঙ্গীর মোল্লা, নাছির মোল্লা।
মোঃ ইমন মোল্লার তত্বাবধানে মোল্লা পরিবারের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল আলম।আরো ও উপস্থিত ছিলেন মোল্লা পরিবার ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহা হিসাব নিরেক্ষক মোঃ আলী মনসুর শাহীন মোল্লা, মোল্লা পরিবার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন মোল্লা, মোল্লা পরিবার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিক মোল্লা, মোল্লা পরিবার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজী মোঃআব্দুর রশিদ মোল্লা,সহ – সভাপতি মোঃ আবুল কালাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মোল্লা, সহ সম্পাদক নাসির মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ মাহফুজ আলম মোল্লা,আন্তর্জাতিক সম্পাদক মোঃ সোহাগ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রোমান মোল্লা, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রহিম উদ্দিন মোল্লা,কার্রকরী সদস্য মোঃ শাহিন মোল্লা, আমির হোসেন মোল্লা, মমিন মোল্লা, ইমন মোল্লা, ইমরান সহ মোল্লা পরিবার ফাউন্ডেশনের সকল সদস্য গন।
প্রধান অতিথি মোঃ রবিউল আলম তাঁর প্রাঞ্জল ভাষায় বলেন,পরিবার একটা সংগঠন, এখান থেকেই সবাই একতা, নিয়মানুবর্তিতা, সততা ন্যায়নীতিসহ আরো অনেক মানবীয় গুণাবলি শিখে।
” মহিলাদের বিশেষ করে কিশোর কিশোরীদের ভেবে চিন্তে মোবাইল ফোন দেয়া উচিত। বাল্য বিবাহ রোধ করতে হবে।কারণ মোবাইল ফোনের কারণেই বিবাহ বিচ্ছেদের হার অনেক বেড়েছে।”
“বাবা মায়েদের উচিত ছেলেদের দিকে বিশেষ নজর দিতে তারা যেনো কিশোর গ্যাং না হয়।
তিনি মোল্লা পরিবার ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ আলী মনসুর শাহীন মোল্লা বলেন, আমরা মোল্লা পরিবার ফাউন্ডেশনের মাধ্যমে নিরক্ষরতা দূর করি,মোল্লা পরিবারের উদ্যোগে একটি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল করি,মোল্লা পরিবারে বেকারত্ব দূর করার ব্যবস্তা করবো,শত ভাগ শিক্ষিত জনশক্তি তৈরি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা পালন করবো আমরা।