পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে রাজু ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
জানা যায়, রোববার ভোররাতে আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ঘাগড়া সীমান্তের ঝুড়িপাড়া এলাকায় ৭৫৪ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানকালে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার হাঁটুতে গুলি লাগলে সে গুরুতর আহত হয়।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজুর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহতের পরিবার ও স্থানীয়দের ধারণা, রাজু অবৈধভাবে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে।