ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘জুলাই দ্রোহ’ শিরোনামে তামিরুল মিল্লাত টঙ্গীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Oplus_131072

নিজস্ব প্রতিবেদন |
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাস,গাজীপুর।

আজ বাদ আসর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাসের ছাত্র সংসদ (টাকশো) ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে “জুলাই দ্রোহ” শিরোনামে একটি শক্তিশালী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মাদ্রাসার প্রধান ফটক থেকে শুরু হয়ে গাজীপুরা ২৭ ও গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে টঙ্গী কলেজগেট এর মাধ্যমে পুনরায় মাদ্রাসার মূল ফটকের সামনে এসে শেষ হয়। হাজারো শিক্ষার্থী দৃঢ় সংকল্প এবং বেদনার সঙ্গে শহীদদের ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রগাঢ় স্লোগান দেন।

মিছিলে নেতৃত্ব দেন সম্মানিত ভিপি ইকবাল কবির, জিএস সাইদুর রহমান এবং উপস্থিত ছিলেন উপদক্ষ মাওলানা মিজানুর রহমান। এছাড়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর টাকসুর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এবং শিক্ষক মণ্ডলীসহ বিপুল সংখ্যক ছাত্র-জনতা মিছিলে অংশগ্রহণ করেন।

ভিপি ইকবাল কবির বলেন,
“সরকার পতনের এক বছর পেরিয়ে গেলেও জুলাই মাসের শহীদদের বিচার এখনো সম্পন্ন হয়নি। আওয়ামী সন্ত্রাসীরা রাতের অন্ধকারে নির্লজ্জভাবে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন যদি দ্রুত তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না করে, তাহলে আমরা আবারও রাজপথ দখল করব — যেমন করেছিলাম ঐতিহাসিক জুলাই আন্দোলনে।”

তিনি আরও বলেন,
“টঙ্গীর এশিয়া পাম্পে আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন। আমরা তাদের কথা ভুলিনি, ভুলবোও না। আমাদের পাঁচজন ভাই শহীদ হয়েছে, তাদের বিচার পাওয়ার জন্য আমরা কোনো আপস করব না।”

উপদক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন,
“আমাদের সন্তানরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট হুশিয়ারি জানাই — শহীদদের বিচার দ্রুত না হলে আমরা বাংলা ব্লকেটসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। আমাদের সংকল্প পরীক্ষা করবেন না।”

সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে “জুলাই দ্রোহ” মিছিলের সমাপ্তি ঘটে। শিক্ষার্থীরা পুনরায় ঘোষণা করেছে, শহীদদের ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধা সদরে কাজী শামছুলের বিরুদ্ধে বাল্যবিবাহ রেজিস্ট্রিরির অভিযোগ-তদন্তের দাবী

‘জুলাই দ্রোহ’ শিরোনামে তামিরুল মিল্লাত টঙ্গীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদন |
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাস,গাজীপুর।

আজ বাদ আসর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাসের ছাত্র সংসদ (টাকশো) ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে “জুলাই দ্রোহ” শিরোনামে একটি শক্তিশালী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মাদ্রাসার প্রধান ফটক থেকে শুরু হয়ে গাজীপুরা ২৭ ও গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে টঙ্গী কলেজগেট এর মাধ্যমে পুনরায় মাদ্রাসার মূল ফটকের সামনে এসে শেষ হয়। হাজারো শিক্ষার্থী দৃঢ় সংকল্প এবং বেদনার সঙ্গে শহীদদের ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রগাঢ় স্লোগান দেন।

মিছিলে নেতৃত্ব দেন সম্মানিত ভিপি ইকবাল কবির, জিএস সাইদুর রহমান এবং উপস্থিত ছিলেন উপদক্ষ মাওলানা মিজানুর রহমান। এছাড়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর টাকসুর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এবং শিক্ষক মণ্ডলীসহ বিপুল সংখ্যক ছাত্র-জনতা মিছিলে অংশগ্রহণ করেন।

ভিপি ইকবাল কবির বলেন,
“সরকার পতনের এক বছর পেরিয়ে গেলেও জুলাই মাসের শহীদদের বিচার এখনো সম্পন্ন হয়নি। আওয়ামী সন্ত্রাসীরা রাতের অন্ধকারে নির্লজ্জভাবে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন যদি দ্রুত তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না করে, তাহলে আমরা আবারও রাজপথ দখল করব — যেমন করেছিলাম ঐতিহাসিক জুলাই আন্দোলনে।”

তিনি আরও বলেন,
“টঙ্গীর এশিয়া পাম্পে আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন। আমরা তাদের কথা ভুলিনি, ভুলবোও না। আমাদের পাঁচজন ভাই শহীদ হয়েছে, তাদের বিচার পাওয়ার জন্য আমরা কোনো আপস করব না।”

উপদক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন,
“আমাদের সন্তানরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট হুশিয়ারি জানাই — শহীদদের বিচার দ্রুত না হলে আমরা বাংলা ব্লকেটসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। আমাদের সংকল্প পরীক্ষা করবেন না।”

সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে “জুলাই দ্রোহ” মিছিলের সমাপ্তি ঘটে। শিক্ষার্থীরা পুনরায় ঘোষণা করেছে, শহীদদের ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471