নীলফামারী প্রতিনিধি :
গোপালগঞ্জে ‘জুলাই যোদ্ধা’দের ওপর হা’ম’লার প্রতিবাদে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বি’ক্ষো’ভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নীলফামারী শহরের বড় বাজার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, “জুলাই শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে বর্বরোচিত হামলা স্বাধীন মতপ্রকাশের ওপর নগ্ন আঘাত। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।