মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।
মোল্লাহাট ভান্ডার খোলা বাজারের পাশে এহিয়া মোল্লার, বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আজ বুধবার সকাল ৯ ঘটিকার সময় এই অগ্নিকাণ্ডর, ঘটনা ঘটে বলে জানা গিয়েছে,প্রাথমিকভাবে ওই বাড়িতে গিয়ে জানা যায়,ওই বাড়ির সকলে চুলায় আগুন থাকা সত্বে তারা সকলে সকালের খাবার খাওয়ার জন্য সকলে নিচ তলায় অবস্থান করেন,এমত অবস্থায় ঐ ঘরের মধ্যে অনেক পাটকাঠি রাখা ছিল,এবং ওই চুলার আগুন থেকে পাটকাঠিতে আগুন ধরে যায়,এবং পাশের বাড়ি থেকে একজন দেখতে পান প্রচন্ড ধোয়া বের হচ্ছে ওই বাড়ির ছাদ থেকে,এবং তিনি এই ধোয়া দেখে চিৎকার করে ওঠেন,এবং আশেপাশের লোক এই চিৎকার শুনে সকলেই জড়ো হন, এবং প্রাথমিকভাবে সকলে আগুন নেভানোর চেষ্টা করেন,এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে,মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করেন,এবং তাদের ফোন পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা এসে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনাতে সক্ষম হন। এ বিষয়ে ফায়ার সার্ভিস কমান্ডার শরিফ এর কাছে জানতে চাওয়া হলে,তিনি বলেন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে এসে উপস্থিত হই,এবং কয়েক মিনিটের মধ্য আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই,এবং এই দ্রুত তার সাথে আগুন নিভানোর কারণে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই।
মোল্লাহাট ভান্ডারখোলা গ্রামে এহিয়া মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ড।
-
রায়হান শেখ
- আপডেট সময় ০৫:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত