বিশেষ নিউজ,
স্টাফ রিপোর্টার গাজীপুর,
যশোরের অভয়নগরে চার কোটি টাকা চাঁদাবাজির মামলায় স্থগিত পদধারী বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। বুধবার রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি আবদুল আলীম।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে যুবক সৈকত হোসেন হীরা কৌশলে জনির অফিসে নিয়ে যায়। সেখানে জনি তাকে মারধর করে অস্ত্রের মুখে দুই কোটি টাকা চাঁদা আদায় করেন।
এরপর ১৮ সেপ্টেম্বর টিপুকে আবারও জনির মালিকানাধীন কণা ইকোপার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে বিএনপি নেতা জনি, সহযোগী সম্রাট হোসেন এবং কথিত সাংবাদিক মফিজুর রহমান দপ্তরি তাকে মারধর করে, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিচাপা দেয় এবং অস্ত্রের মুখে আরও দুই কোটি টাকা আদায় করে।
ঘটনার পর ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন ৩০ জুলাই অভয়নগর থানায় এবং ৩১ জুলাই সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ৩ আগস্ট জনি, তার বাবা কামরুজ্জামান মজুমদারসহ ছয়জনের নামে অভয়নগর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
ওসি আবদুল আলীম জানান, জনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংক্ষেপে: অভিযানের ফলে বিএনপি নেতা জনি ও তার সহযোগীরা গ্রেপ্তার হয়েছেন, যা যশোরে চাঁদাবাজি প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জনগণের প্রত্যাশা: এই ধরনের কার্যকরী অভিযান সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে। তারা আশা করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে অপরাধ দমন করবে, স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং চাঁদাবাজির মতো ঘটনা পুনরায় ঘটতে দেবে না।