আঃ আজিজ চৌধুরী
মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ি) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনকে স্বাগত জানাতে টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি’ এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। দুপুর হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, এবং পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন জায়গায় সমবেত হতে থাকেন। বিকেলে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন এর নেতৃত্বে মোটরসাইকেল শোভা যাত্রাটি মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় সমবেত হয়। উক্ত স্হানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন আসা মাত্রই নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। পরে সেখান থেকে মধুপুরের উদ্যেশ্যে রওয়ানা হোন। শোভাযাত্রায় বিএনপি ও সকল সহযোগী সংগঠনের হাজার হাজারনেতাকর্মী অংশ গ্রহন করেন।