ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের অসন্তোষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

আব্দুর রহমান নাদিম
স্টাফ রিপোর্টার গাজীপুর:
দেশের অংশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসে শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অপরিষ্কার বাথরুম, নোংরা ক্লাসরুম, হোস্টেলের ময়লার স্তূপ, নষ্ট পানির ফিল্টার এবং আবর্জনা ফেলার কোনো নির্ধারিত ব্যবস্থা না থাকা শিক্ষার্থীদের দুর্ভোগের কারণ। একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ওয়াশরুম ও ক্যান্টিনে ময়লা, নষ্ট ফিল্টার এবং ছড়িয়ে থাকা আবর্জনা শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যান্টিনের পাশের পুকুর ঘেঁষা জায়গায় ময়লার স্তূপ দেখা যায়।

আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহেদ বলেন, অতীতে বিভিন্ন সময়ে হল সংস্কারসহ সমস্যার সমাধানের জন্য আন্দোলন হলেও প্রশাসন তা কঠোরভাবে দমন করেছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষার্থীর বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র আটকে রাখা হয়েছিল।

ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, বছরের শুরুতে মাদ্রাসার বেতন বাড়ানো হলেও মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। তিনি বলেন, সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের এমন অবস্থা হতাশাজনক।

অভিভাবকরাও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। তারা জানাচ্ছেন, দ্বীনি প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। ন্যূনতম পরিচ্ছন্নতার নজর নেই। তারা আশা করেছিলেন সন্তানদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও পরিবেশগত মান বজায় থাকবে, কিন্তু বাস্তব চিত্র দেখে হতাশ হয়েছেন।

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর জিএম সাইদুল ইসলাম বলেন, মাদ্রাসা প্রশাসন যেন দ্রুত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। আমরা বারবার অসংখ্য অব্যবস্থাপনার বিষয়ে দাবি জানাচ্ছি। ওয়াশরুমসহ পরিচ্ছন্নতার রুটিন কার্যক্রম প্রয়োজন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেব।

তবে এসব অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালক ইয়ার পিস্তল সহ আটক- ০২

টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের অসন্তোষ

আপডেট সময় ০৫:২২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

আব্দুর রহমান নাদিম
স্টাফ রিপোর্টার গাজীপুর:
দেশের অংশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসে শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অপরিষ্কার বাথরুম, নোংরা ক্লাসরুম, হোস্টেলের ময়লার স্তূপ, নষ্ট পানির ফিল্টার এবং আবর্জনা ফেলার কোনো নির্ধারিত ব্যবস্থা না থাকা শিক্ষার্থীদের দুর্ভোগের কারণ। একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ওয়াশরুম ও ক্যান্টিনে ময়লা, নষ্ট ফিল্টার এবং ছড়িয়ে থাকা আবর্জনা শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যান্টিনের পাশের পুকুর ঘেঁষা জায়গায় ময়লার স্তূপ দেখা যায়।

আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহেদ বলেন, অতীতে বিভিন্ন সময়ে হল সংস্কারসহ সমস্যার সমাধানের জন্য আন্দোলন হলেও প্রশাসন তা কঠোরভাবে দমন করেছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষার্থীর বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র আটকে রাখা হয়েছিল।

ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, বছরের শুরুতে মাদ্রাসার বেতন বাড়ানো হলেও মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। তিনি বলেন, সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের এমন অবস্থা হতাশাজনক।

অভিভাবকরাও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। তারা জানাচ্ছেন, দ্বীনি প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। ন্যূনতম পরিচ্ছন্নতার নজর নেই। তারা আশা করেছিলেন সন্তানদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও পরিবেশগত মান বজায় থাকবে, কিন্তু বাস্তব চিত্র দেখে হতাশ হয়েছেন।

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর জিএম সাইদুল ইসলাম বলেন, মাদ্রাসা প্রশাসন যেন দ্রুত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। আমরা বারবার অসংখ্য অব্যবস্থাপনার বিষয়ে দাবি জানাচ্ছি। ওয়াশরুমসহ পরিচ্ছন্নতার রুটিন কার্যক্রম প্রয়োজন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেব।

তবে এসব অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471