ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর পৌরসভায় একযোগে পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বদলি

চাঁদপুর পৌরসভায় একযোগে ৫ কর্মকর্তা-কর্মচারীর বদলির আদেশ হয়েছে। এর আগে বদলিকৃত স্থানে যোগদান করেছেন দীর্ঘ দুই যুগ ধরে এ পৌরসভায় থাকা দোর্দণ্ড প্রতাপশালী প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার।
৩১ মে শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম জাকারিয়া।
গত ১৯ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার পাশা স্বাক্ষরিত এক আদেশে চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মফিজউদ্দিন হাওলাদারকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেন। ওই আদেশের পর মফিজউদ্দিন হাওলাদার নতুন বদলিকৃত কর্মস্থল কক্সবাজারের মহেশখালী পৌরসভায় যোগদান করেছেন।
চাঁদপুর পৌরসভায় দীর্ঘ দুই যুগ ধরে কর্মরত ছিলেন মফিজউদ্দিন হাওলাদার। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর জেলা কার্যালয় তাকে পত্র পাঠায়। তিনি স্থানীয় দুদক কার্যালয়ে তার যাবতীয় তথ্যাদি দাখিল করেন বলে জানানো হয়।
অপরদিকে চাঁদপুর পৌরসভার উচ্চমান সহকারী মো. রিয়াজ উদ্দিনকে মতলব নারায়ণপুর পৌরসভায়, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক কামাল হোসেন, সহকারী বাজার আদায়কারী এমদাদ হোসেন মিলনকে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভায়, অফিস সহায়ক মো.শাহজাহান প্রধানিয়া ও মালী মুক্তার আহমেদকে মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভায় বদলি করা হয়।
গত ২৮ মে চাঁদপুর জেলা স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেন। ওই পত্রে আগামী ৪ জুনের মধ্যে তাদেরকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
চাঁদপুর স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম জাকারিয়া বলেন, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারকে বিভাগীয় কার্যালয় থেকে বদলি করা হয়েছে। আর বাকি ৫ জনের মধ্যে ৪ জনকে মতলব দক্ষিণ নারায়ণপুর পৌরসভা বদলি করা হয়েছে। কারণ ওই পৌরসভা একেবারে নতুন, কোন লোকবল নেই। ন্যূনতম নাগরিক সেবা চালু করার জন্য তাদেরকে ওই পৌরসভায় বদলি করা হয়েছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর পৌরসভায় একযোগে পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বদলি

আপডেট সময় ০৩:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

চাঁদপুর পৌরসভায় একযোগে ৫ কর্মকর্তা-কর্মচারীর বদলির আদেশ হয়েছে। এর আগে বদলিকৃত স্থানে যোগদান করেছেন দীর্ঘ দুই যুগ ধরে এ পৌরসভায় থাকা দোর্দণ্ড প্রতাপশালী প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার।
৩১ মে শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম জাকারিয়া।
গত ১৯ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার পাশা স্বাক্ষরিত এক আদেশে চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মফিজউদ্দিন হাওলাদারকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেন। ওই আদেশের পর মফিজউদ্দিন হাওলাদার নতুন বদলিকৃত কর্মস্থল কক্সবাজারের মহেশখালী পৌরসভায় যোগদান করেছেন।
চাঁদপুর পৌরসভায় দীর্ঘ দুই যুগ ধরে কর্মরত ছিলেন মফিজউদ্দিন হাওলাদার। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর জেলা কার্যালয় তাকে পত্র পাঠায়। তিনি স্থানীয় দুদক কার্যালয়ে তার যাবতীয় তথ্যাদি দাখিল করেন বলে জানানো হয়।
অপরদিকে চাঁদপুর পৌরসভার উচ্চমান সহকারী মো. রিয়াজ উদ্দিনকে মতলব নারায়ণপুর পৌরসভায়, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক কামাল হোসেন, সহকারী বাজার আদায়কারী এমদাদ হোসেন মিলনকে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভায়, অফিস সহায়ক মো.শাহজাহান প্রধানিয়া ও মালী মুক্তার আহমেদকে মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভায় বদলি করা হয়।
গত ২৮ মে চাঁদপুর জেলা স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেন। ওই পত্রে আগামী ৪ জুনের মধ্যে তাদেরকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
চাঁদপুর স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম জাকারিয়া বলেন, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারকে বিভাগীয় কার্যালয় থেকে বদলি করা হয়েছে। আর বাকি ৫ জনের মধ্যে ৪ জনকে মতলব দক্ষিণ নারায়ণপুর পৌরসভা বদলি করা হয়েছে। কারণ ওই পৌরসভা একেবারে নতুন, কোন লোকবল নেই। ন্যূনতম নাগরিক সেবা চালু করার জন্য তাদেরকে ওই পৌরসভায় বদলি করা হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471