বাঁশখালীতে ১৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফের মৃত রফিক আহমদের পুত্র মো. রায়হান প্রকাশ রিদুয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৮ জুলাই) পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত জিপ জব্দ করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।