ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজুল , পিতা সুলতান আহমদ, এক সময় ছিলেন পৌর এলাকার পরিচিত মুখ—একজন ভিক্ষুক। তবে এখন থেকে আর ভিক্ষাবৃত্তিতে জড়াবেন না তিনি।
ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় আজিজুল কে পৌরসভার মাছ বাজারে নবনির্মিত ওয়াশজোন ও ব্রেস্ট ফিডিং কর্নারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, আজিজুল সাহেব এখন কর্ম করে জীবিকা নির্বাহ করতে চান। আমরা পৌরবাসীকে অনুরোধ জানাচ্ছি, তিনি যাতে পুনরায় ভিক্ষাবৃত্তিতে না জড়ান, সেজন্য তাকে আর ভিক্ষা না দিয়ে তার নতুন দায়িত্ব পালনে সহযোগিতা করুন।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এই ধরণের পুনর্বাসন কর্মসূচি সমাজে একটি ইতিবাচক বার্তা দেয়।