ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে সাঁথিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একটি দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় সাঁথিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর তৃতীয় পুত্র ও বিশিষ্ট চিকিৎসক ডা. নাঈমুর রহমান খালেদ।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ২১ জন অভিজ্ঞ ডাক্তার প্রায় কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা চিকিৎসা, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের সুযোগ পান।

ক্যাম্পের সভাপতিত্ব করেন শহীদ মাওলানা নিজামীর সুযোগ্য দ্বিতীয় সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ৬৮-পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এদেশের সাধারণ মানুষ বহুদিন ধরে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতেও তারা অবহেলিত। শহীদ নিজামী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। ইনশাআল্লাহ, আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।”

সভাপতির বক্তব্যে ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন বলেন, আমার শহীদ পিতা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছেন। তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করাই ছিল তাঁর আজন্ম স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই শহীদ নিজামী ফাউন্ডেশনের অগ্রযাত্রা শুরু করেছি। এই ফাউন্ডেশনকে সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের বিপুল উপস্থিতি লক্ষ করা যায়। সবার অংশগ্রহণ ও আন্তরিকতায় পুরো আয়োজনটি ছিল সফল ও সার্থক।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে সাঁথিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একটি দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় সাঁথিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর তৃতীয় পুত্র ও বিশিষ্ট চিকিৎসক ডা. নাঈমুর রহমান খালেদ।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ২১ জন অভিজ্ঞ ডাক্তার প্রায় কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা চিকিৎসা, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের সুযোগ পান।

ক্যাম্পের সভাপতিত্ব করেন শহীদ মাওলানা নিজামীর সুযোগ্য দ্বিতীয় সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ৬৮-পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এদেশের সাধারণ মানুষ বহুদিন ধরে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতেও তারা অবহেলিত। শহীদ নিজামী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। ইনশাআল্লাহ, আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।”

সভাপতির বক্তব্যে ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন বলেন, আমার শহীদ পিতা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছেন। তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করাই ছিল তাঁর আজন্ম স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই শহীদ নিজামী ফাউন্ডেশনের অগ্রযাত্রা শুরু করেছি। এই ফাউন্ডেশনকে সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের বিপুল উপস্থিতি লক্ষ করা যায়। সবার অংশগ্রহণ ও আন্তরিকতায় পুরো আয়োজনটি ছিল সফল ও সার্থক।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471