ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক মোবারক বিশ্বাসকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার: সাংবাদিক মহলে উত্তেজনা ও ক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করায় বারবার হয়রানির শিকার হচ্ছেন এটিএন বাংলার পাবনা প্রতিনিধি সাংবাদিক মোবারক বিশ্বাস—এমন অভিযোগ উঠেছে জেলা পুলিশের বিরুদ্ধে।

গতকাল (২৫ আগস্ট) দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তির আদেশ পান মোবারক বিশ্বাস। তবে, “সময় শেষ হয়ে গেছে”—এই অজুহাতে তাকে সেদিন মুক্তি দেওয়া হয়নি। পরদিন (২৬ আগস্ট) সকাল থেকে পাবনা জেলা কারাগারের সামনে অপেক্ষা করছিলেন তার স্ত্রী ও জেলার গণমাধ্যমকর্মীরা।

সকাল ১১টার দিকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস কারাগারে প্রবেশ করে। কিছুক্ষণ পর আসে পাবনা সদর থানার একটি গাড়ি। পরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম নিজে জেলগেটে উপস্থিত হয়ে মোবারক বিশ্বাসকে আবারও গ্রেপ্তারের চেষ্টা করেন।

এই সময় সাংবাদিকরা গ্রেপ্তারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে ডিবি ওসি তা দেখাতে ব্যর্থ হন। তিনি শুধু বলেন, “উপরে নির্দেশ আছে, পেপারস রেডি হচ্ছে।”

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সদর থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থলে আসেন এবং চাটমোহর থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে মোবারক বিশ্বাসকে পুনরায় গ্রেপ্তার করেন।

এই ঘটনায় পাবনার সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এটিকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং একটি পরিকল্পিত হয়রানিমূলক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

সাংবাদিকদের অভিযোগ, পাবনার এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার ইন্ধনে ও পরিকল্পনায় মোবারক বিশ্বাসকে জেলগেট থেকেই হয়রানিমূলকভাবে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

পাবনার সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মোবারক বিশ্বাসের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

সাংবাদিক মোবারক বিশ্বাসকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার: সাংবাদিক মহলে উত্তেজনা ও ক্ষোভ

আপডেট সময় ০৯:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

পাবনা প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করায় বারবার হয়রানির শিকার হচ্ছেন এটিএন বাংলার পাবনা প্রতিনিধি সাংবাদিক মোবারক বিশ্বাস—এমন অভিযোগ উঠেছে জেলা পুলিশের বিরুদ্ধে।

গতকাল (২৫ আগস্ট) দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তির আদেশ পান মোবারক বিশ্বাস। তবে, “সময় শেষ হয়ে গেছে”—এই অজুহাতে তাকে সেদিন মুক্তি দেওয়া হয়নি। পরদিন (২৬ আগস্ট) সকাল থেকে পাবনা জেলা কারাগারের সামনে অপেক্ষা করছিলেন তার স্ত্রী ও জেলার গণমাধ্যমকর্মীরা।

সকাল ১১টার দিকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস কারাগারে প্রবেশ করে। কিছুক্ষণ পর আসে পাবনা সদর থানার একটি গাড়ি। পরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম নিজে জেলগেটে উপস্থিত হয়ে মোবারক বিশ্বাসকে আবারও গ্রেপ্তারের চেষ্টা করেন।

এই সময় সাংবাদিকরা গ্রেপ্তারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে ডিবি ওসি তা দেখাতে ব্যর্থ হন। তিনি শুধু বলেন, “উপরে নির্দেশ আছে, পেপারস রেডি হচ্ছে।”

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সদর থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থলে আসেন এবং চাটমোহর থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে মোবারক বিশ্বাসকে পুনরায় গ্রেপ্তার করেন।

এই ঘটনায় পাবনার সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এটিকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং একটি পরিকল্পিত হয়রানিমূলক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

সাংবাদিকদের অভিযোগ, পাবনার এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার ইন্ধনে ও পরিকল্পনায় মোবারক বিশ্বাসকে জেলগেট থেকেই হয়রানিমূলকভাবে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

পাবনার সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মোবারক বিশ্বাসের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471