মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি :
“জীবনের জন্য গাছ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে, বনায়ন এর অংশীদারিত্বে, ঢাকা মিডটাউন রোটারী ক্লাবের প্রাক্তন সভাপতি রোটা. একেএম মহিউদ্দিন পলাশের সমন্বয়ে এবং চাঁদপুর ইটার্যাক্ট ও রোটার্যাক্ট ক্লাবের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরনের জন্য বিভিন্ন প্রজাতির প্রায় ৪,০০০ পিস (আমলকি, আনার, অর্জুন, গর্জন, হরতকী, জাম্বুরা, জলপাই, কাজু বাদাম, কাঠ বাদাম, কাঁঠাল, কদবেল, কৃষ্ণচূড়া, মেহেগনী, মরিঙ্গা, পেয়ারা, পলাশ, রেইন্ট্রি কড়ই, শীল কড়ই, শিমুল, সোনালু, তেঁতুল) গাছের চারা বিতরণ অনুষ্ঠান ০৩ সেপ্টেম্বর বুধবার সকাল ০৯ টায় চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুর রোটারি ক্লাবে সভাপতি মোস্তফা ফুলমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজীশাহদাত, রোটারয়ান, তমাল ঘোষ, দৈনিক ইলশে পাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবর রহমান সুমন,
যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে পুরান বাজার ডিগ্রি কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, বাবুরহাট ক্যাম্পাস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, চাঁদপুর ক্যাম্পাস, হাজী আব্দুল করিম খান উচ্চ বিদ্যালয়,চাঁদপুর ইন্টার ন্যাশনাল স্কুল, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়, বলাখাল জে এন হাই স্কুল এন্ড কারিগরি কলেজ, হাজীগঞ্জ, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ,কাওনিয়া শহীদ হাবিব উল্লা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়, রেলওয়ে কিন্ডারগার্টেন, রঘুনাথপুর কে জি স্কুল, ১৪৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব দক্ষিণ, ৮৭নং নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব উত্তর, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতবব উত্তর, উত্তর তরপুরচন্ডী কাজী পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, শীলারচর হাজী হাছেদ প্রধানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর সদর, চররামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদগঞ্জ ও আনোয়ারা মতিউর মডেল মাদ্রাসা, আল নূর ইসলামিয়া মাদ্রাসা, চাঁদপুর।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।