মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বাদ আসর নতুন আলিম পাড়া সোসাইটি নামে নতুন একটি সামাজিক সংঠনের আত্নপ্রকাশ করা হয়।
দীর্ঘদিন অবহেলিত থাকায় নতুন আলিম পাড়া প্রতাপ সাহা রোডের বেহালদশা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রসাসক ও পৌর প্রশাসক মহোদয়। ৩ সেপ্টেম্বর আলিম পাড়া লিংক রোডের উদ্বোধন শেষে জনসাধারণের অনুরোধে নতুন আলিম পাড়া প্রতাপ সাহা রোড পরিদর্শন শেষে জেলা প্রশাসক মহোদয় রাস্তাটি দ্রুত করে দেওয়ার আশ্বাস দেন। এবং পৌর প্রশাসক গোলাম জাকারিয়া মহোদয় সকল এলাকাবাসী কে ঐক্যবদ্ধ হয়ে একটি কমিটি করে পৌর সভায় জমা দেওয়ার জন্য এলাকাবাসী কে পরামর্শ দেন। তারী পরিপেক্ষিতে এলাকার উন্নয়ন কল্পে পৌর প্রশাসক জাকারিয়া নির্দেশ ক্রমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাবেক কর্মকর্তা সরকার গোলাম মোস্তফা কে সভাপতি ও চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন কে সাধারন সম্পাদক, মোঃ মনির হোসেন কে সিনিয়র সহসভাপতি ও মহিলা সংগঠক তানিয়া ইসলাম কে মহিলা বিষয়ক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয় এবং এই চার জন কে দ্রুত পূনাঙ্গ কমিটি করারজন্য দায়িত্ব প্রদান করেন। সরকার গোলাম মোস্তাফার সভাপতিত্বে ও মোঃ সোহরাব হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল আজিজ ,মোঃ রেজাউল ইসলাম, মশিউর রহমান শাহীন, ওহাবখান, আব্দুল আজিজ পাটওয়ারী, আজিজুর, জাফরউল্যাহ পাটওয়ারী, মনিরুল ইসলাম, খান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ বরকত হোসেন,নজরুল ইসলাম পাটওয়ারী, তৌফিকউল ইসলাম পাটওয়ারী , ফারুক আহমেদ ভূঁইয়া, মোহাম্মদ হোসেন স্যার, শ্যামল সরকার,কৃষ্ণ গোপল সরকার, বরকত হোসেন অপু, শোভন, শামীম, নয়ন, বাপ্পী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
“আমরা ঐক্যবদ্ধ থাকবো সুন্দর সমাজ গড়বো “এই শ্লোগান কে ধারণ করে, এলাকার উন্নয়ন, জন নিরাপত্তা, পরিস্কার পরিচ্ছন্নতা, মাদক ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উক্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
সুশৃঙ্খল সমাজ গঠনে সকল এলাকা বাসীকে উক্ত সংগঠনের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ষনুরোধ করা হয়।