আবুল কালাম আজাদ, ময়মনসিংহ :
সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুরে দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেন।
অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন সাংবাদিকদের জানান, “চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ ও ওয়ার্ডের পরিচ্ছন্নতা—সব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া গেছে। এমনকি ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির প্রমাণ মিলেছে।”
তিনি আরও বলেন, “এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালের সেবায় গাফিলতি, ঘুষ গ্রহণ ও অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। দুদকের এ অভিযান এলাকায় সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ।