আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ২৭ অক্টোবর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানটি পরিচালিত হয় নারুয়া ইউনিয়নের ছোট ঘি কমলা এলাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় আসাদ শেখ, পিতা: আব্দুল লতিফ শেখ নামে এক যুবককে আটক করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। প্রশাসন ও জনসচেতনতার যৌথ প্রচেষ্টায় এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান: নেশাগ্রস্ত যুবকের এক মাসের কারাদণ্ড
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৯:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত



























