ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে ময়মনসিংহে ক্লিনিক মালিকদের বিক্ষোভ, কড়া বার্তা দিলেন ওসি ফিরোজ হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ :

ময়মনসিংহ নগরীর বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি, সন্ত্রাস ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুর ১২টায় নগরীর চরপাড়া মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, শহরের একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র নিয়মিত হুমকি, হামলা ও অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। দাবিকৃত চাঁদা না দিলে চালানো হচ্ছে হামলা ও ভাঙচুর।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, “এখনই যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে পুরো স্বাস্থ্যসেবা খাত অচল হয়ে পড়বে। চিকিৎসা নয়, এখন আমাদের বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা।”

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডা. মো. আলী ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মনসুর আলম চন্দন, সহ-সভাপতি শামসুদ্দোহা মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক পাপ্পু, এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

সমাবেশে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, যিনি সরাসরি চাঁদাবাজি ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন—

“এই শহরে কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি এবং মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন—

“পুলিশ জনগণের সহায়তা ছাড়া সফল হতে পারে না। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন ময়মনসিংহ একটি নিরাপদ ও অপরাধমুক্ত শহরে পরিণত হয়।”

প্রতিবাদকারীরা জানান, চাঁদাবাজ চক্রের কারণে সাধারণ রোগীসেবাও ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যসেবাকে জিম্মি করে গড়ে ওঠা এই অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এদিকে, কর্মসূচিতে উপস্থিত সাধারণ মানুষও তাদের সমর্থন জানান এবং অবিলম্বে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহ্বান করেন

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে ময়মনসিংহে ক্লিনিক মালিকদের বিক্ষোভ, কড়া বার্তা দিলেন ওসি ফিরোজ হোসেন

আপডেট সময় ০৯:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ :

ময়মনসিংহ নগরীর বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি, সন্ত্রাস ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুর ১২টায় নগরীর চরপাড়া মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, শহরের একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র নিয়মিত হুমকি, হামলা ও অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। দাবিকৃত চাঁদা না দিলে চালানো হচ্ছে হামলা ও ভাঙচুর।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, “এখনই যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে পুরো স্বাস্থ্যসেবা খাত অচল হয়ে পড়বে। চিকিৎসা নয়, এখন আমাদের বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা।”

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডা. মো. আলী ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মনসুর আলম চন্দন, সহ-সভাপতি শামসুদ্দোহা মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক পাপ্পু, এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

সমাবেশে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, যিনি সরাসরি চাঁদাবাজি ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন—

“এই শহরে কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি এবং মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন—

“পুলিশ জনগণের সহায়তা ছাড়া সফল হতে পারে না। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন ময়মনসিংহ একটি নিরাপদ ও অপরাধমুক্ত শহরে পরিণত হয়।”

প্রতিবাদকারীরা জানান, চাঁদাবাজ চক্রের কারণে সাধারণ রোগীসেবাও ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যসেবাকে জিম্মি করে গড়ে ওঠা এই অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এদিকে, কর্মসূচিতে উপস্থিত সাধারণ মানুষও তাদের সমর্থন জানান এবং অবিলম্বে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহ্বান করেন


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471