লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সমষপুর বিএনপির কাউন্সিল নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী শাহ আলমকে ঘিরে চলছে ব্যপক আলোচনা সমালোচনা।
স্থানীয় নেতা কর্মীরা জানান, বিগত সময় জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যপক তোলপাড়।
জানা গেছে মোঃশাহ আলম দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত। গত ২০২৪ সালের ২০শে ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য পদ লাভ করেন।
দলের দুঃসময়ের ত্যাগি বেশ কিছু কর্মী জানান, বিএনপি দলীয় ভিতরে কিছু লোক অর্থের বিনিময়ে তার বিএনপির সদস্য ফরম পূরন করে টাকা খেয়ে তাকে প্রার্থী করেছে।
এছাড়াও এই কাউন্সিলকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। কোন কোন ওয়ার্ডে শতকরা ২০ শতাংষেরও বেশি মহিলা ভোটার করা হয়েছে বলে দাবি করেছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী জানান, দলের কতিপয় সিনিয়র নেতাদের অবহেলার ও লোভ-লালসার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছেন দু-র্দীনের কর্মীরা। অবিলম্বে এইসব সুযোগ সন্ধানীদের বাদ দিয়ে যদি যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন ৩নং ভাদুর ইউনিয়নের দুঃসময়ের নেতা কর্মীরা। স্থানীয় রাজনীতিবিদরা বলেন এ ভাবে দলের মধ্যে হাইব্রিড লোকদের স্থান দিলে ত্যাগী নেতাকর্মীরা এক সময় মুখ ফিরিয়ে নেবে।