ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের উদ্যোগের অর্থ এই নয় যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খারাপ – বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার সকালে সাভারের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে গণবিশ্ববিদ্যালয়ের আয়োজিত জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
ফরিদা আখতার বলেন, জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, মানবাধিকার রক্ষার বিষয়ে সবাই আরও সচেতন থাকবে। সরকারের সম্মতি দেওয়ার কারণও এটিই।
তিনি আরও জানান, অতীতের সরকার মানবাধিকার লঙ্ঘনে পৃষ্ঠপোষকতা করলেও বর্তমান সরকার সবকিছু ভালোভাবে সামলাতে চায়। সরকার অযথা দমনমূলক পদক্ষেপের পক্ষে নয়, বরং সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়।
সভায় গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।