চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২ নং ওয়ার্ড এর শিকিরচর গ্রামের পিছিয়ে পরা সওদাগর বাড়ির প্রায় তিন হাজার মানুষের সাথে গণ সংযোগ করেন চাঁদপুর -২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এমপি পদ প্রার্থী ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি। আজ ৩রা জুলাই ২০২৫ মেঘনা নদী ঘেষা সওদাগর বাড়িতে এ অনুষ্ঠান ও পথ সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি বলেন, আমি যদি বিএনপি থেকে বিজয় অর্জন করি, তাহলে ছোট ছোট দল তৈরি করে এ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেবো।
তিনি আরো বলেন, আল্লাহর যদি আমার প্রতি সদয় থাকেন, তো মনোনয়ন পাবো, আর না থাকলে না পাবো! এতে আমার দুঃখ নেই।
তিনি মহিলাদের বিশেষ সম্মান করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে খিচুরী উপভোগ করেন এবং সওদাগর বাড়ির মসজিদে আর্থিক অনুদান দান করেন।
এসময় গ্রামের পক্ষে একজন মুরুব্বি বলেন, আমরা ইসলাম প্রিয়ো একজন নেতা পেয়েছি।অনেক নেতা নির্বাচন এলে নানা প্রতিশ্রুতি দিয়ে যান, পাশ করার পর আর খোঁজ থাকেনা।তিনি আশা করেন, আনিসুল আউয়াল পিএইচডি তাদের পাশে থাকবেন।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান দিনারের আমন্ত্রণে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর -২ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি গনসংযোগ করেন ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড শিকিরচর সওদাগর বাড়িতে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য ও সড়ক ও পরিবহনের সায়দাবাদ টার্মিনাল এর যুগ্ন আহবায়ক সারোয়ার আলম,হুমায়ুন কবির সরকার, সদস্য বিএনপি,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ সরকার,রিয়াদ, উপজেলা বিএনপি সদস্য।