ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যশোর জেলার এক মা ও তার ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা প্রদান করে ধর্মান্তরিত হন তারা।
জানা গেছে, যশোর জেলার মনিরামপুর উপজেলার আলীপুর গ্রামের প্রীতিশ মল্লিক ও তার মা কল্পনা মল্লিক বর্তমানে বসবাস করছেন ঝালকাঠির নলছিটি উপজেলার চর ষাটপাকিয়া আশ্রয়ণ প্রকল্পে। হলফনামা অনুযায়ী প্রীতিশ মল্লিকের নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান মল্লিক এবং তার মায়ের নাম হয়েছে ফাতেমা মল্লিক।
নওমুসলিম ফাতেমা মল্লিক বলেন, “ইসলামই শান্তির ধর্ম। দীর্ঘদিন পর্যবেক্ষণের পর আমরা উপলব্ধি করেছি, একমাত্র ইসলাম ধর্মই প্রকৃত শান্তি ও পরকালীন মুক্তির পথ দেখায়। তাই আমরা ভালোভাবে বুঝে-শুনে ইসলাম গ্রহণ করেছি।”
মা-ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে আদালতের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন জানান, “তারা দুজনই স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আমার মাধ্যমে আদালতে হলফনামা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমি বিষয়টি আইনানুগভাবে সম্পন্ন করেছি। তাদের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
মা-ছেলের এ ধর্মান্তর প্রসঙ্গে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অনেকেই তাদের এই সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখছেন। ধর্মীয় সহাবস্থান ও সহনশীলতার এক অনন্য নজির হিসেবে ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।