আবদুল্লাহ আল শাহিদ খান, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট নিরসনের দাবিতে টানা ৩৬ দিন প্ররে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এই আন্দোলন নতুন মাত্রা লাভ করে। শিক্ষার্থীরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন নড়কগুলো প্রদক্ষিণ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। গত ২৮ জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ২৯ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের তিন দফা ভাবি উত্থাপন করেন। এরপর থেকে তারা নিয়মিত
মানববন্ধন ও সড়ক অবরোধের মতো কর্মসূি পালন করে আসছেন। গতকাল আবারও এক দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়।
এ সময় আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটের মতো মৌলিক সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকার তী সমালোচনা করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী মোশাররফ হোসে বলেন, আমরা ভেবেছিলাম সব বিশ্ববিদ্যালয় সমান সুযোগ পাবে। কিন্তু ১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয় যে প্রাধান্য পাওয়ার কথা ছিল, ত পায়নি। আমরা আর বঞ্চিত থাকতে চাই না আমাদের ন্যায্য অধিকার চাই।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকা বলেন, আমরা বারবার আল্টিমেটাম দিয়েছি, কিন সব আশ্বাসেই আটকে আছে। জনদুর্ভোগ হলে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই কর্মসূি দিতে বাধ্য হয়েছি।